Good Bye Freelancing! গত কয়েক বছর আগেই রিয়ালাইজ করেছিলাম যে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করতে পারলেও আমি নিজেকে যেই যায়াগায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি সেখানে নেওয়া সম্ভব হবেনা। কারণ ফ্রিল্যান্সিং করে আমি ৬ ডিজিট (bdt) ইনকামের মধ্যেই ঘুরপাক খাচ্ছিলাম।
তখন থেকেই ফ্রিল্যান্সিং এর ওপর নির্ভরতা কমাতে শুরু করি এবং বিজনেস শেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ্ 2021 এর পর থেকে ফ্রিল্যান্সিং এবং মার্কেটপ্লেস ভিত্তিক কাজ ছাড়াই আমি সাস্টেইন করতে শুরু করেছিলাম। এখন আর তেমন কোন কাজ করিনা বললেই চলে। শুধু পুরাতন ২-১ জন ক্লায়েন্টকে মাঝে মাঝে টুকি টাকি হেল্প করি। এর বাহিরে আমি এখন পুরোপুরি ভাবেই নিজেকে একজন ব্যবসায়ী দাবি করি। 😊🤗
প্রথম যখন ২০১৪ সালে মাসে ৫০০ ডলার আয় করতে শুরু করি তখন মনে হয়ছিল এটাই বুঝি সফলতা। পরে বুঝলাম এটা কিছুই না। ২০১৭-১৮ এর দিকে এসে হাজার-পনেরোশো ডলার আয় করতাম। তখন নিজেকে দেশের সেরা ধনি মনে হতো। কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি ২ লাখ টাকা আয় করা মানে ধনি হওয়া না, হয়তো মধ্যবিত্ত বলা যায়।
২০২০ এর দিকে এসে বুঝলাম যে আসলে ৬ ডিজিট টাকা আয় করলেই নিজেকে মধ্যবিত্তও দাবি করা যাচ্ছেনা, আমি আসলে নিন্মবিত্ত 😔😔😔
২০২১-২২ আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় ছিল। কিছু ভুল সিদ্ধান্তের কারণে। আয় বাড়ার বদলে কমে তলানিতে ঠেকেছিল এই দুই বছরে। সার্ভাইভ করা মুশকিল হয়ে পড়েছিল।
২০২৩ এর শুরু থেকে নিজেকে গোছানো শুরু করি, সিদ্ধান্ত নিই এভাবে চলবেনা, নিজেকে হারিয়ে ফেলছি, ভোঁতা হয়ে গেছি। নিজেকে আবার চাঙ্গা করতে হবে, শান দিতে হবে নতুন করে। তখন বাউন্স ব্যাক করি, কম্ফোর্ট জোন থেকে নিজেকে বেড় করে আনি এবং fear zone এ ঢুকে যাই, কিছুদিনের মধ্যেই নতুন করে শেখা শুরু করি learning Zone এ ঢুকি। পুরো বছরটা কাটিয়েছি আবার নতুন করে শুরু করার জন্য। এবং বছরের শেষে এসে পূর্বের অবস্থানে ব্যাক করতে পেরেছি! আলহামদুলিল্লাহ্!
যদি আল্লাহ্ চান, ইনশা আল্লাহ্ ২০২৪ হবে আমার Growth zone time এর মধ্যে ৬ ডিজিট থেকে ৭ ডিজিট ইনকামে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বছরটা হবে পুরোপুরি গ্রোথ এর বছর। বছরের প্রথম মাসেই বিগ বিগ কিছু স্টেপ নিয়েছি। IT Nut Hosting কে একদম ঢেলে সাজিয়েছি, ফেব্রুয়ারিতে কাজ করবো আরেকটা প্রজেক্ট নতুন করে সাজানো নিয়ে। Flarko শুরু করেছি 🎉 পুরো বছর জুড়ে Flarko এর গ্রাউন্ডস ওয়ার্ক করবো এটার Growth হবে 2025 এ গিয়ে। আরেকদিন বলবো এটার ব্যাপারে।
বড় কিছু পার্সোনাল গোল নিয়ে এগোচ্ছি…।আলহামদুলিল্লাহ্! 2025 এর মধ্যে নিজেকে অনেক বড়ো উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। 🤗
পরিশেষে ফ্রিল্যান্সার বন্ধুদের উদ্দেশ্যে দুইটা কথা বলিঃ
১। আপনি যদি এই যুগে মাসে ১০ লাখ এর নিচে ইনকাম করেন এবং নিজেকে বড়লোক ফিল হয়, শুনে রাখেন আপনি-আমি আমরা এখনো মধ্যবিত্ত পর্যায়েও পৌঁছাতে পারিনি, আমরা আসলে নিম্নবিত্ত। ১০ লাখের ওপর গেলে তখন মধ্যবিত্ত দাবি করতে পারেন। কোটির ওপর গেলে তখন আবার নিজেদের অবস্থান ভেবে দেখা যাবে।
২। টাকা দিয়ে সুখ কেনা যায়না, কিন্তু দারিদ্রতা দিয়ে কিছুই কেনা যায়না। 🙂
#freelancing #business #motivation #businessgrowth #moneymindset