একটা কথা হয়তো আপনি অনেক জায়গায় শুনেছেন বা পড়েছেন। Hard work নয় Smart work করুন, গাধাও তো কঠোর পরিশ্রম করে কিন্তু দিনে ২১ ঘণ্টা ঘুমানোর পরেও বনের রাজা তো সিংহই হয়।

কিন্তু আমি এই কথাকে পুরোপুরি সমর্থন করিনা।

কারণ এখানে Smart Work বিষয়টাকে যেভাবে গ্লোরিফাই করা হয় তাতে আমাদের কাছে মনে হতে শুরু করে যে পরিশ্রম করাটা বোধহয় তাহলে একধরনের গাধামি বা মুর্খামি!

কিন্তু আসলে Hard work + Smart strategy + Smart tools = Smart work 

দেখুন আমরা কত সূক্ষ্ম ভাবে ভুলে যাই যে Hard work হচ্ছে Smart work এর base.

অথচ এখানে পরিশ্রম করা ব্যাক্তিকে গাধার সাথে তুলনা করা হচ্ছে, এবং বুদ্ধিমান অলস ব্যাক্তিকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে।

Smart Work কথাটাকে এরকম ওভার রেটেড করে তোলার কারণে অনেকেই হয়তো ভেবে নেয় যে আমি যেহেতু বুদ্ধিমান, আমি যেহেতু smart work করতে পারি তাই আমাকে সিংহের মত অলস হতে হবে।

স্বভাবতই প্রত্যেক মানুষ নিজেকে smart ভাবতে ভালোবাসে। এভাবে অনেকে অলসতার ফাঁদে পরে ব্যার্থ এবং হতাশ হয়।

তাই Smart Work কে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অতি-মটিভেটেড হয়ে পরিশ্রম করাকে নিচু চোখে দেখবেন না বা নিজে পরিশ্রম করা ছেড়ে দিবেন না।

আমি অনেক ব্যার্থ মানুষকে দেখেছি যারা খুব Smart এবং বুদ্ধিমান।

কিন্তু আমি কখনোই কোন সফল মানুষ দেখিনি যে পরিশ্রমী নয়!

আসুন সবাই Smartly Hard Work করি। 

পড়তে ভালো না লাগলে আমার ভিডিও দেখতে পারেন এই বিষয়েঃ

https://youtu.be/igp4KAZQfm0?si=Rga-x1daUYc9v3l9

Riham
Riham

আমি একজন সাধারণ ভাবনার সাধারণ ছেলে, যে গল্প বলতে ও গল্প শুনতে ভালোবাসে। কর্ম জীবনে যতটা এগিয়েছি সেটা পালনকর্তা দয়া ও ভালোবাসায়। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমার। নিজের অবস্থানটা নিজে গড়িয়েছি বলেই পরিচয় দিই, তবে তা সঠিক নয়। উঠে আসার পেছনে অনেক মানুষের হাত আছে, অনেক গুলো অন্তরের দোয়া আছে আর স্রিষ্টিকর্তার দয়া আছে। গুরতর অসুস্থতা এবং এক্সিডেন্ট এ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কয়েকবার। যে দিন গুলো কাটাচ্ছি সেগুলো বোনাস সময়। তাই বেশী ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মন চাইলেই বাইক নিয়ে বেড়িয়ে পরি পাহাড়ের ডাকে সারা দিতে, ঝর্নার সাথে মাখামাখি করতে, অথবা ভাবনা গুলোকে নোনাজলে প্রশান্ত করতে। ছবি তুলতে ভালোবাসি, অবসরে অথবা গভীর রাতে একা বসে ভাবতে ভালোবাসি, প্রকৃতি দেখতে এবং বোঝার চেষ্টা করতে ভালোবাসি, গান শুনতে ও গলা মেলাতে ভালোবাসি। টিভি সিরিজ আর মুভি দেখার নেশা আছে কিছুটা। বাকি পরিচয়টা না হয় গল্পে গল্পে দেওয়া যাবে। 😊😊😊

Leave a Reply