একটা কথা হয়তো আপনি অনেক জায়গায় শুনেছেন বা পড়েছেন। Hard work নয় Smart work করুন, গাধাও তো কঠোর পরিশ্রম করে কিন্তু দিনে ২১ ঘণ্টা ঘুমানোর পরেও বনের রাজা তো সিংহই হয়।
কিন্তু আমি এই কথাকে পুরোপুরি সমর্থন করিনা।
কারণ এখানে Smart Work বিষয়টাকে যেভাবে গ্লোরিফাই করা হয় তাতে আমাদের কাছে মনে হতে শুরু করে যে পরিশ্রম করাটা বোধহয় তাহলে একধরনের গাধামি বা মুর্খামি!
কিন্তু আসলে Hard work + Smart strategy + Smart tools = Smart work
দেখুন আমরা কত সূক্ষ্ম ভাবে ভুলে যাই যে Hard work হচ্ছে Smart work এর base.
অথচ এখানে পরিশ্রম করা ব্যাক্তিকে গাধার সাথে তুলনা করা হচ্ছে, এবং বুদ্ধিমান অলস ব্যাক্তিকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে।
Smart Work কথাটাকে এরকম ওভার রেটেড করে তোলার কারণে অনেকেই হয়তো ভেবে নেয় যে আমি যেহেতু বুদ্ধিমান, আমি যেহেতু smart work করতে পারি তাই আমাকে সিংহের মত অলস হতে হবে।
স্বভাবতই প্রত্যেক মানুষ নিজেকে smart ভাবতে ভালোবাসে। এভাবে অনেকে অলসতার ফাঁদে পরে ব্যার্থ এবং হতাশ হয়।
তাই Smart Work কে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অতি-মটিভেটেড হয়ে পরিশ্রম করাকে নিচু চোখে দেখবেন না বা নিজে পরিশ্রম করা ছেড়ে দিবেন না।
আমি অনেক ব্যার্থ মানুষকে দেখেছি যারা খুব Smart এবং বুদ্ধিমান।
কিন্তু আমি কখনোই কোন সফল মানুষ দেখিনি যে পরিশ্রমী নয়!
আসুন সবাই Smartly Hard Work করি।
পড়তে ভালো না লাগলে আমার ভিডিও দেখতে পারেন এই বিষয়েঃ