আমরা সারা জীবনে শুধু খুঁজে যাই…
কখনও বন্ধু খুঁজি
কখনও ভালোবাসা খুঁজি
সঙ্গী খুঁজি
টাকা খুঁজি
সুখ খুঁজি।
কিন্তু দিন শেষে কিছু পাই, আবার কিছু পাই না।
কারণ আমরা নিজেকেই কখনও খুঁজে দেখিনা….।
তাই সবার আগে নিজেকে খুঁজতে হয়। যে নিজেকে পায় সে দুনিয়া পায়।
সবার আগে নিজেকে ভালোবাসতে হয়। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে কখনোই অন্যকে ভালো বাসতে পারে না।
যে পুরুষ নিজের সম্পদ, শিক্ষা, আচরণ, এবং সাস্থের যত্ন নিতে জানে না। সে কখনও কারোর, বা কোন কিছুর কেয়ার করতে শেখে না।
So?
If you want to be selfless, be selfish first 🙂
If you want to care for others, care for yourself first.
If you want to save the world, save your soul first.
Being selfish isn’t selfishness, people judge it from selfish angle, that’s why selfishness feels selfish….