আমরা মাঝে মাঝেই ভুলে যাই যে সফলতা কোন গন্তব্য না এটি একটি জার্নি। এই জার্নিতে লক্ষে পৌঁছানোর তাড়াহুড়ো করলে চলে না। বরং ধারাবাহিক ভাবে শিক্ষা অর্জন, প্রয়োগ, ব্যার্থ হওয়া, ঘুরে দাঁড়ানো এবং ধৈর্য ধরে পরিশ্রম করে যাওয়ার যে পথ সেটিকে ইঞ্জয় করতে হয়। 😊 এই ইনজয় করতে পারাটাও একধরনের সফলতা!


সফলতার পথ মসৃণ নয় তবে এই পথকে তখনই অমসৃণ মনে হয় যখন সফলতার পথে চলতে গিয়ে লক্ষে পৌঁছানোর প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে উঠি। এই ব্যাকুলতা জন্ম দেয় ধৈর্য হিনতার। অধৈর্য আমাদের ছোট ছোট ব্যার্থতার ভোগান্তিকেও অনেক খানি বাড়িয়ে দেয়। ফলাফস্বরূপ আমরা থেমে যাই। প্রকৃত পক্ষে ব্যার্থ তো আমরা কেবল তখনই হই 🙂
ব্যার্থতা সেগুলো না যেগুলো ঘটার ফলে আমরা সফলতার পথে হোঁচট খাই, ব্যার্থতা সেটাই যেটা ঘটার ফলে আমরা থেমে যাই। 😊😊😊


Riham
Riham

আমি একজন সাধারণ ভাবনার সাধারণ ছেলে, যে গল্প বলতে ও গল্প শুনতে ভালোবাসে। কর্ম জীবনে যতটা এগিয়েছি সেটা পালনকর্তা দয়া ও ভালোবাসায়। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমার। নিজের অবস্থানটা নিজে গড়িয়েছি বলেই পরিচয় দিই, তবে তা সঠিক নয়। উঠে আসার পেছনে অনেক মানুষের হাত আছে, অনেক গুলো অন্তরের দোয়া আছে আর স্রিষ্টিকর্তার দয়া আছে। গুরতর অসুস্থতা এবং এক্সিডেন্ট এ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কয়েকবার। যে দিন গুলো কাটাচ্ছি সেগুলো বোনাস সময়। তাই বেশী ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মন চাইলেই বাইক নিয়ে বেড়িয়ে পরি পাহাড়ের ডাকে সারা দিতে, ঝর্নার সাথে মাখামাখি করতে, অথবা ভাবনা গুলোকে নোনাজলে প্রশান্ত করতে। ছবি তুলতে ভালোবাসি, অবসরে অথবা গভীর রাতে একা বসে ভাবতে ভালোবাসি, প্রকৃতি দেখতে এবং বোঝার চেষ্টা করতে ভালোবাসি, গান শুনতে ও গলা মেলাতে ভালোবাসি। টিভি সিরিজ আর মুভি দেখার নেশা আছে কিছুটা। বাকি পরিচয়টা না হয় গল্পে গল্পে দেওয়া যাবে। 😊😊😊

Leave a Reply