১০ লক্ষ টাকা মাসে আয় করা মানুষের সাথেও আমার মেশার সুযোগ হয়েছে, আবার ১০ হাজার টাকা মাসে আয় করা মানুষের সাথেও আমি মিশেছি।
দুই জনের মধ্যে আয়ের অংকের অনেক ফারাক। কিন্তু একটা জিনিস দুই জনের ক্ষেত্রেই কমন। সেটা হলো উভয়েই অভাবি! সত্যি বলছি দুই জনের একজনও ভালো নাই। সব সময় তারা অভাবগ্রস্থ হয়ে আছে। একজনের অভাব কোটি টাকার, আরেক জনের অভাব লাখ টাকার!
তাহলে কি মধ্যোম আয়ের মানুষেরা সুখে আছে? নাহ! তারা আরো বেশী অসুখী। সারাক্ষণ কনিফিউশনে আছে যে গড়িবের মত খাবে নাকি বড়লোকের মত শো-অফ করবে।
দিনশেষে যা বুঝলামঃ সুখ, আনন্দ, মানসিক তৃপ্তি এগুলো আপনার আয়ের অংকের ওপর নির্ভর করেনা। Happiness is a state of mind! তারপরেও যদি ফাইনানশিয়াল দৃষ্টিতে যদি বিচার করেন তাহলে দেখবেন ১০ হাজার আয় করেও সুখি হওয়া যায় আবার ১০ লাখ আয় করেও সুখি হওয়া যায়। সব কিছুর মূলে হচ্ছে আয় করা অর্থ আপনি কিভাবে ব্যায় করছেন!
মানি ম্যানেজমেন্ট মানসিক শান্তি ধরে রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে।
শর্টকাটে বা সহজে কিছু পাবার মাঝে তৃপ্তি নাই
অনেকে দেখবেন হুট করে অনেক টাকা আয় করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। তাদেরকে দেখে আমরা অনেক সময় ঈর্ষান্বিত হই। ভাবি যে সে কত সুখি! কিন্তু আসলে হুট করে অনেক টাকা আয় করার পরের স্টেজ হচ্ছে হুট করে বিশাল হতাশা, এবং শূন্যতার অনুভব।
কারণ হঠাত পাওয়া জিনিস মানুষকে এক্সাইট্মেন্ট দিলেও শান্তি দিতে পারেনা। এক্সাইট্মেন্ট ক্ষণস্থায়ী, মানসিক শান্তি স্থায়ী…। শান্তি খুঁজে পাবেন Steady Growth এ! যখন দেখবেন আপনার চোখের সামনে আপনার ব্যবসাটা একটু একটু করে দিন দিন বড় হচ্ছে, আপনার শান্তি লাগবে। যখন দেখবেন যে চাকরিটা আপনি করছেন সেখানে প্রতিনিয়ত আপনি অভিজ্ঞ হয়ে উঠছেন, বছর বছর একটু হলেও আপনার আয়, সুযোগ সুবিধা, সম্মান বৃদ্ধি পাচ্ছে। আপনার নিজেকে সুখি অনুভব হবে।
মূলত মানুষ প্রগ্রেস চায়, গ্রোথ চায়, কোন কিছুকে বেড়ে উঠতে দেখার মাঝে মানুষ একধরনের মানসিক শান্তি পায়, আত্মতৃপ্তি পায়। অনেকটা সংগ্রামের পথ হেঁটে যাওয়ার পর যখন মানুষ পিছনে তাকিয়ে তার গ্রোথ এর জার্নিটা দেখে তখন তার অন্তর তৃপ্তিতে ভরে উঠে। স্রিস্টিকর্তা তাকে দিনে দিনে একটু একটু করে কতটা দিয়েছেন এটা অনুভব করে সে সুখি হয়ে যায়।
এজন্যই দেখবেন একটা চারাগাছ লাগিয়ে সেটাতে প্রতিদিন সার-পানি দেওয়া এবং বড় হয়ে উঠতে দেখার মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। আমরা যখন বাবা-মা হই, বাচ্চারা একটু একটু করে বড় হয়ে উঠছে দেখতে কত শান্তি লাগে। তাইনা?
আসুন আমরা শপথ নিই যে জীবনে কোনদিন শর্টকাট খুঁজবো না। হুট করে ধনি হতে চাইবো না। হুট করে অনেক বড় কিছু করে ফেলতে চাইবো না। হটাত কিছু পেয়ে গেলে সেটা বোনাস। তবে হুট করে অনেক কিছু করে ফেলা কাউকে দেখে ঈর্ষান্বিতও হবো না। বরং প্রতিদিন নিজে নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবো। গতকালকের চেয়ে আজ এক হরফ হলেও বেশী জানার চেষ্টা করবো। গত বছরের চেয়ে এই বছর আমি একটু ভালো পার্ফম করতে পারছি কিনা এটা নিশ্চিত করবো।
পাশাপাশি অবশ্যই মনে রাখবেন তবে ডাউন হওয়াটাও কিন্তু গ্রোথ এর একটা অংশ। আমরা ডাউন না হলে আপ এ যাওয়ার শক্তি সঞ্চয় করতে পারবো না।
দুটো কথা মনে রাখিঃ
১) টাকা কম আয় করা বা বেশী আয় করার সাথে সমৃদ্ধির সম্পর্ক নাই, সঠিক ভাবে টাকা খরচ করতে জানার উপর নির্ভর করে কার জীবনে কতটা সমৃদ্ধি আসবে।
২) জীবনে বড় হবার হয়তো শর্টকাট থাকলেও থাকতে পারে। কিন্তু শর্টকাটে বড় হয়ে আত্মতৃপ্তি নাই, সুখ নাই! আসুন ছোট্ট এই দুই দিনের জীবনে শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য, ভালো থাকার জন্য বাঁচি!
ভালো থাকুন, লেখাটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে ভালো রাখুন।