বিজনেস বিল্ড করা বেশি গুরুত্বপূর্ণ? নাকি বিজনেসের জন্য একটি স্ট্রং টীম বিল্ড করা গুরুত্বপূর্ণ? ওয়েল এখানে আসলে দুইটাই গুরুত্বপূর্ণ,
তবে আমার গত ১০ বছরের বিজনেস এবং টীম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা যদি বলি, আমি বিজনেস একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরেই সবচেয়ে বেশি প্রাইরোটি দিবো ভালো একটি স্ট্রং টীম বিল্ড করার পেছনে। একটা কথা প্রচলিত আছেঃ
আপনি যদি খুব দ্রুত এগোতে চান তাহলে একা যান,
কিন্তু আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে কয়েকজনকে সাথে নিয়ে যান।
বিজনেসের শুরুতে কিছু কাজ আমাদের খুব দ্রুত করে ফেলা উচিৎ, তাই শুরুটা ওয়ানম্যান আর্মি হিসেবে হলেও যদি আমরা লং টার্ম চিন্তা করি তাহলে আমাদের উচিৎ একটা স্ট্রং টিম বিল্ড করে সবাইকে সাথে নিয়ে চলা।
আপনি যদি বিজনেসের মিশিন ভিশন টীম মেম্বারদের মাঝে ক্লিয়ার ভাবে তুলে ধরতে পারেন এবং সবাইকে একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারেন বিজনেস অটোমেটিক বিল্ড হয়ে যাবে।
আপনি বিজনেস নিয়ে যতটা সিরিয়াস, আপনার টীম মেম্বারদের ও ততটাই সিরিয়াস হতে হবে, আপনি যে স্বপ্ন বাস্তাবায়নে কাজ করে যাচ্ছেন, তাঁদের একই স্বপ্ন দেখাতে হবে।
এবং অবশ্যই শুধু আপনি বেনিফিটেইড হলে চলবে না, তাঁদের ও বেনিফিইটেড করতে হবে because you know that money is the biggest motivation.
এটাও ঠিক যে সব টীম মেম্বার কে দিয়ে এটা করাতে পারবেন না, তবে সব টীম মেম্বার Dosen’t matter, আপনার কোর টীম মেম্বারগুলোকে যদি আপনার মতো করে বিল্ড করতে পারেন গ্রোথ এর জন্য এটাই যথেষ্ট।
You don’t build a business, you build the people, then people build the business.
পড়তে ভালো না লাগলে আমার ভিডিও দেখতে পারেন এই বিষয়েঃ