Team work

বিজনেস বিল্ড করা বেশি গুরুত্বপূর্ণ? নাকি বিজনেসের জন্য একটি স্ট্রং টীম বিল্ড করা গুরুত্বপূর্ণ? ওয়েল এখানে আসলে দুইটাই গুরুত্বপূর্ণ,

তবে আমার গত ১০ বছরের বিজনেস এবং টীম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা যদি বলি, আমি বিজনেস একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরেই সবচেয়ে বেশি প্রাইরোটি দিবো ভালো একটি স্ট্রং টীম বিল্ড করার পেছনে। একটা কথা প্রচলিত আছেঃ

আপনি যদি খুব দ্রুত এগোতে চান তাহলে একা যান,

কিন্তু আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে কয়েকজনকে সাথে নিয়ে যান।

বিজনেসের শুরুতে কিছু কাজ আমাদের খুব দ্রুত করে ফেলা উচিৎ, তাই শুরুটা ওয়ানম্যান আর্মি হিসেবে হলেও যদি আমরা লং টার্ম চিন্তা করি তাহলে আমাদের উচিৎ একটা স্ট্রং টিম বিল্ড করে সবাইকে সাথে নিয়ে চলা।

আপনি যদি বিজনেসের মিশিন ভিশন টীম মেম্বারদের মাঝে ক্লিয়ার ভাবে তুলে ধরতে পারেন এবং সবাইকে একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারেন বিজনেস অটোমেটিক বিল্ড হয়ে যাবে।

আপনি বিজনেস নিয়ে যতটা সিরিয়াস, আপনার টীম মেম্বারদের ও ততটাই সিরিয়াস হতে হবে, আপনি যে স্বপ্ন বাস্তাবায়নে কাজ করে যাচ্ছেন, তাঁদের একই স্বপ্ন দেখাতে হবে।

এবং অবশ্যই শুধু আপনি বেনিফিটেইড হলে চলবে না, তাঁদের ও বেনিফিইটেড করতে হবে because you know that money is the biggest motivation.

এটাও ঠিক যে সব টীম মেম্বার কে দিয়ে এটা করাতে পারবেন না, তবে সব টীম মেম্বার Dosen’t matter, আপনার কোর টীম মেম্বারগুলোকে যদি আপনার মতো করে বিল্ড করতে পারেন গ্রোথ এর জন্য এটাই যথেষ্ট।

You don’t build a business, you build the people, then people build the business.

পড়তে ভালো না লাগলে আমার ভিডিও দেখতে পারেন এই বিষয়েঃ

https://youtu.be/hCrY7gCu8yQ?si=yn5jswaLIy6bs_I0


Riham
Riham

আমি একজন সাধারণ ভাবনার সাধারণ ছেলে, যে গল্প বলতে ও গল্প শুনতে ভালোবাসে। কর্ম জীবনে যতটা এগিয়েছি সেটা পালনকর্তা দয়া ও ভালোবাসায়। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমার। নিজের অবস্থানটা নিজে গড়িয়েছি বলেই পরিচয় দিই, তবে তা সঠিক নয়। উঠে আসার পেছনে অনেক মানুষের হাত আছে, অনেক গুলো অন্তরের দোয়া আছে আর স্রিষ্টিকর্তার দয়া আছে। গুরতর অসুস্থতা এবং এক্সিডেন্ট এ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কয়েকবার। যে দিন গুলো কাটাচ্ছি সেগুলো বোনাস সময়। তাই বেশী ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মন চাইলেই বাইক নিয়ে বেড়িয়ে পরি পাহাড়ের ডাকে সারা দিতে, ঝর্নার সাথে মাখামাখি করতে, অথবা ভাবনা গুলোকে নোনাজলে প্রশান্ত করতে। ছবি তুলতে ভালোবাসি, অবসরে অথবা গভীর রাতে একা বসে ভাবতে ভালোবাসি, প্রকৃতি দেখতে এবং বোঝার চেষ্টা করতে ভালোবাসি, গান শুনতে ও গলা মেলাতে ভালোবাসি। টিভি সিরিজ আর মুভি দেখার নেশা আছে কিছুটা। বাকি পরিচয়টা না হয় গল্পে গল্পে দেওয়া যাবে। 😊😊😊

Leave a Reply