
গৌড় এক্সপ্রেস, ফিরে দেখা আমার আমিকে
এই ছবিটা আজ হঠাৎ খুঁজে পেয়ে হাজারটা গল্প মনে পড়ে গেলো। 2017 সালে চেন্নাই থেকে কলকাতা এয়ারপোর্ট হয়ে শেয়ালদাহ স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের উপরতলার বিছানায় শুয়ে তুলেছিলাম ছবিটা। ঐদিন ছিল ঈদুল ফিতরের সকাল। আমি ঘুম থেকে জেগে ফেসবুক স্ক্রল করে দেখছিলাম যাদের সাথে প্রতিবছর ঈদ পালন করি তারা ঈদের নামাজ শেষে ছবি দিচ্ছে।…