
শুভ্রতায় মাখা শরৎ শুভেচ্ছা
শরৎ যে শুরু হয়ে গেছে সেই খবর জানাতে ইতিমধ্যই পুঞ্জ পুঞ্জ সাদা, কালো মেঘের দল জমা হয়ে গেছে নীলিমার বুকে। বসন্তের মাদকতার চেয়েও শরৎ এর এই শুভ্র প্রশান্তি, আদ্রতা মাখানো হিমেল বাতাস আর মেঘের ফাঁকে রোদ, রংধনুর এই ছলা-কলা আমার মনকে বেশী ছুঁয়ে যায়। প্রকৃতির এই বৈচিত্রতা আল্লাহর এক মহান সৃষ্টি। আলহাদুলিল্লাহ! শরৎ তোমায় সুস্বাগতম।…