বাংলাদেশের মানুষের বায়িং এবিলিটি কম না। কিন্তু বায়িং behavior ভিন্ন।

দেশের সাধারণ মানুষ দুইটা মার্কেটিং স্টাইল খুব ভালো খায়:

  • ডিস্কাউন্ট প্রমোশন।
  • ইমোশনাল মার্কেটিং।
IMG 20220921 162440
মার্কেটিং কাম্পেইং এ বাটার শো-রুম এ উপচে পড়া ভিড়

ওপরের ছবিটা খেয়াল করুন। বাটা এই Campaing এ দুইটাকে একত্রিত করেছে। প্রথমত 21% flat ডিস্কাউন্ট দিয়ে তারা প্রমোশনাল অফার ছুড়ে দিয়েছে (যেটা দিয়ে আসলে তারা অবিক্রীত পণ্যের স্টক ক্লিয়ারেন্স করতেছে)।

আর দ্বিতীয়ত খেয়াল করে দেখুন ব্যানারে সুন্দর ভাবে ইংরেজিতে লেখা আছে “আপনার কেনাকাটার একটা অংশ যাবে স্কুলের বাচ্চাদের পড়াশুনার জন্য”। যেটা বেসিকেলি ইমোশনাল মার্কেটিং 😉

ব্যাস! কামপেইং হিট! 😀 রেজাল্ট ছবিতেই দেখতে পাচ্ছেন।

এই দুয়ের সাথে আগুনে ঘি ঢালার কাজ করেছে বাটার দীর্ঘদিনের ব্র্যান্ড রেপুটেশন এবং চাইল্ডহুড মেমোরি রিকল…।

আর কি লাগে? 😉 দোকানে ভিড় দেখুন। অথচ অন্য সময় এই শোরুমে এর একাংশ লোক ও খুঁজে পাওয়া যায়না। 😀

Think Like A Marketer 😊


Riham
Riham

আমি একজন সাধারণ ভাবনার সাধারণ ছেলে, যে গল্প বলতে ও গল্প শুনতে ভালোবাসে। কর্ম জীবনে যতটা এগিয়েছি সেটা পালনকর্তা দয়া ও ভালোবাসায়। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমার। নিজের অবস্থানটা নিজে গড়িয়েছি বলেই পরিচয় দিই, তবে তা সঠিক নয়। উঠে আসার পেছনে অনেক মানুষের হাত আছে, অনেক গুলো অন্তরের দোয়া আছে আর স্রিষ্টিকর্তার দয়া আছে। গুরতর অসুস্থতা এবং এক্সিডেন্ট এ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কয়েকবার। যে দিন গুলো কাটাচ্ছি সেগুলো বোনাস সময়। তাই বেশী ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মন চাইলেই বাইক নিয়ে বেড়িয়ে পরি পাহাড়ের ডাকে সারা দিতে, ঝর্নার সাথে মাখামাখি করতে, অথবা ভাবনা গুলোকে নোনাজলে প্রশান্ত করতে। ছবি তুলতে ভালোবাসি, অবসরে অথবা গভীর রাতে একা বসে ভাবতে ভালোবাসি, প্রকৃতি দেখতে এবং বোঝার চেষ্টা করতে ভালোবাসি, গান শুনতে ও গলা মেলাতে ভালোবাসি। টিভি সিরিজ আর মুভি দেখার নেশা আছে কিছুটা। বাকি পরিচয়টা না হয় গল্পে গল্পে দেওয়া যাবে। 😊😊😊

Leave a Reply