নিচের ছবি টা দেখুন। এই ছবিটা যেই সময়কার তখন আমি Solopreneur ছিলাম। বিজনেস কেবল একটু একটু করে বুঝতে শুরু করেছিলাম। Oneman Army হিসেবে সব সামলে নিতাম, আবার ফ্রিল্যান্সিং করে ভর্তুকি দিয়ে ব্যাবসার খরচ চলতাম। কারণ তখন ব্যাবসা থেকে ইনকাম হতো না। 😣😣😣

img 20180227 123558 original 1

তখন থেকেই কয়েকজনকে সাথে নিয়ে ট্রেনিং করিয়ে একটু একটু করে টিম বিল্ডিং শুরু করি। তবে প্রথম যাদের কে নিয়ে টিম বিল্ডিং এর সপ্ন দেখেছিলাম তারা কেউ ই শেষ পর্যন্ত আমার সাথে ছিল না। 😂😂😂

ট্রেনিং এর মাঝে বা টেনিং এর শেষে সবার চলে যাওয়া টা ছিল এই জার্নিতে আমার প্রথম ধাক্কা। থেমে যাইনি। পলিসি চেঞ্জ করি, বুঝতে শিখি যে এভাবে হবেনা। আমি যেভাবে পৃথিবীকে দেখি জগৎটা তেমন না। 🙂🙂🙂

খালি হাতে, টানাটানি করে খরচ চালানোর সিচুয়েশন থেকেই আবারো শূন্য থেকে শুরু করি। আবারো নতুন করে পথ চলা শুরু হয়, আসতে থাকে আরো নতুন নতুন সব চ্যালেঞ্জ। একজন উদ্যোক্তাকে প্রতিদিন এইসব চ্যালেঞ্জ লড়ে একটু একটু করে উদ্যোক্তা হয়ে উঠতে হয়।

হাসিমুখে সামনে আসা সকল সমস্যার মোকাবেলা করে, প্রচুর চাপ নিয়ে, নিজেকে মানসিক ভাবে দৃঢ় করতে করতে এগিয়ে চলতে হয়। ভয় দেখাচ্ছি না, শুধু মানসিক ভাবে শক্তিশালী হয়ে তারপর পা ফেলতে বলতেছি। ছোট খাটো সমস্যা আসতেই যদি হাল ছেড়ে দেওয়ার প্রবণতা থাকে তাহলে উদ্যোক্তা না হওয়ায় ভালো। 🙂

আগে নিজেকে যাচাই করুন যে ব্যাবসা আপনার জন্য কিনা, তারপর ব্যাবসায় নামুন। 😊😊😊

ব্যাবসায় সবচেয়ে বড়ো মূলধন টাকা নয়! বরং উদ্যোক্তা নিজে, তাই ব্যাবসা চেনার আগে নিজেকে চিনুন।🤞


Riham
Riham

আমি একজন সাধারণ ভাবনার সাধারণ ছেলে, যে গল্প বলতে ও গল্প শুনতে ভালোবাসে। কর্ম জীবনে যতটা এগিয়েছি সেটা পালনকর্তা দয়া ও ভালোবাসায়। একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমার। নিজের অবস্থানটা নিজে গড়িয়েছি বলেই পরিচয় দিই, তবে তা সঠিক নয়। উঠে আসার পেছনে অনেক মানুষের হাত আছে, অনেক গুলো অন্তরের দোয়া আছে আর স্রিষ্টিকর্তার দয়া আছে। গুরতর অসুস্থতা এবং এক্সিডেন্ট এ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কয়েকবার। যে দিন গুলো কাটাচ্ছি সেগুলো বোনাস সময়। তাই বেশী ভাবনা চিন্তার তোয়াক্কা না করে মন চাইলেই বাইক নিয়ে বেড়িয়ে পরি পাহাড়ের ডাকে সারা দিতে, ঝর্নার সাথে মাখামাখি করতে, অথবা ভাবনা গুলোকে নোনাজলে প্রশান্ত করতে। ছবি তুলতে ভালোবাসি, অবসরে অথবা গভীর রাতে একা বসে ভাবতে ভালোবাসি, প্রকৃতি দেখতে এবং বোঝার চেষ্টা করতে ভালোবাসি, গান শুনতে ও গলা মেলাতে ভালোবাসি। টিভি সিরিজ আর মুভি দেখার নেশা আছে কিছুটা। বাকি পরিচয়টা না হয় গল্পে গল্পে দেওয়া যাবে। 😊😊😊

Leave a Reply