আমরা মাঝে মাঝেই ভুলে যাই যে সফলতা কোন গন্তব্য না এটি একটি জার্নি। এই জার্নিতে লক্ষে পৌঁছানোর তাড়াহুড়ো করলে চলে না। বরং ধারাবাহিক ভাবে শিক্ষা অর্জন, প্রয়োগ, ব্যার্থ হওয়া, ঘুরে দাঁড়ানো এবং ধৈর্য ধরে পরিশ্রম করে যাওয়ার যে পথ সেটিকে ইঞ্জয় করতে হয়। 😊 এই ইনজয় করতে পারাটাও একধরনের সফলতা!
সফলতার পথ মসৃণ নয় তবে এই পথকে তখনই অমসৃণ মনে হয় যখন সফলতার পথে চলতে গিয়ে লক্ষে পৌঁছানোর প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে উঠি। এই ব্যাকুলতা জন্ম দেয় ধৈর্য হিনতার। অধৈর্য আমাদের ছোট ছোট ব্যার্থতার ভোগান্তিকেও অনেক খানি বাড়িয়ে দেয়। ফলাফস্বরূপ আমরা থেমে যাই। প্রকৃত পক্ষে ব্যার্থ তো আমরা কেবল তখনই হই 🙂
ব্যার্থতা সেগুলো না যেগুলো ঘটার ফলে আমরা সফলতার পথে হোঁচট খাই, ব্যার্থতা সেটাই যেটা ঘটার ফলে আমরা থেমে যাই। 😊😊😊